১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সেপাক টাকরো ওয়াল্ড কাপ, প্রথমদিনে বাংলাদেশের দুই জয়

আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের আয়োজনে মালয়েশিয়ার কুয়ালালামপুরের টিটিওয়াংশা স্টেডিয়ামে চলমান ইসতাফ সেপাক টাকরো ওয়াল্ড কাপের প্রথম দিনে বাংলাদেশ দল দুই খেলায় জয়, এক খেলায় হেরেছে। গতকাল ১৮ মে সকালে রেগু ইভেন্টে চাইনিজ তাইফির সাথে বাংলাদেশ ২-০ সেটে হেরেছে। ডাবল ইভেন্টে বাংলাদেশ শ্রীলঙ্কা ও পাকিস্তানকে সরাসরি ২-০ সেটে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করেছে।

আজ  ১৯ মে রবিবার ডাবল ইভেন্টে বাংলাদেশ চাইনিজ তাইফি এবং রেগু ইভেন্টে সৌদি আরবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আরও পড়ুন...