১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মোহামেডানকে হারিয়ে অষ্টম জয় মুক্তিযোদ্ধার

চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অষ্টম জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রী। শনিবার (১৮ মে) তারা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে তিন উইকেটে হারিয়েছে।

নগরের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টস জিতে আগে ব্যাট করতে নেমে মোহামেডান ২১৪ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন শেখ আরমান উল্লাহ। অন্যদের মধ্যে ইসতিয়াক হোসেন ২৮, তানভীর সাদাত কিং ২৭, সাকলাইন সজীব ২৬, ইসতিয়াক বিন ইদ্রিস ২৪ ও শাহাদাত হোসেন ২০ রান করেন। বল হাতে মুক্তিযোদ্ধার ইনজামামুল হক চারটি, মোরসালিন মুরাদ তিনটি এবং অলরাউন্ডার রতন দাশ একটি উইকেট নেন।

২১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে তিন উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের খেলোয়াড়রা। দলের মধ্যে সাফায়েত ইফতি এক রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হন। ৩২ ওভারে শেষ বলে দলীয় ১৫০ রানের মাথায় আউট হন এই নার্ভাস ৯৯। অন্যদের মধ্যে আল আমিন ২০, ইরফান ১৮, মুমিনুল হক সৌরভ ২০, সাজ্জাদুল হক রিপন ২১ ও শাহিদুল ইসলাম ১২ রান করেন।

মোহামেডানের হয়ে মোহাম্মদ জসিম ও ইরফান হোসেন তিনটি করে উইকেট নেন।

এই জয় শেষে মুক্তিযোদ্ধার পয়েন্ট গিয়ে ঠেকেছে ২৪-এ। অন্যদিকে টানা হারে চার পয়েন্ট নিয়ে অবনমনে এক পা দিয়ে রেখেছে মোহামেডান। তবে প্রিমিয়ার লিগ থেকে দলটি বিদায় নিবে কি নিবে না সেই সিদ্ধান্ত সিটি কর্পোরেশন একাদশের খেলার উপর নির্ভর করছে। কারণ শেষ খেলায় সিটি কর্পোরেশন জয় পেলে মোহামেডানকে প্রথম বিভাগে নেমে যেতে হবে। আর যদি হেরে যায় তাহলে শেষ যাত্রায় রক্ষা পাবে মোহামেডান।

 

আরও পড়ুন...