আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের আয়োজনে আগামী ১৬ থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর টিটিওয়াংশা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ইসতাফ সেপাক টাকরো ওয়ার্ল্ড কাপ-২০২৪ এ বাংলাদেশ দলের চিফ দ্য মিশন মনোনীত হয়েছেন বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সহ সভাপতি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও এনএইচটি হোল্ডিংস লি. এর ব্যবস্হাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর।
বাংলাদেশ সেপাক টাকরো দলে কর্মকর্তা হিসেবে আরো যাচ্ছেন সেপাক টাকরো এসোসিয়েশনের সহ সভাপতি রশিদুজ্জামান সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক মো. ফারুক ঢালী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ লুৎফল করিম, সদস্য মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি।
উল্লেখ ইসতাফ সেপাক টাকরো ওয়াল্ড কাপ কুয়ালালামপুর ২০২৪ এ বাংলাদেশ দল ডিভিশন-১ এ প্রতিদ্বন্দ্বিতা করবে। ডিভিশন-১ এ বাংলাদেশ ছাড়াও জার্মানি, ফ্রান্স,নেপাল, ইরান , সোদি আরব, চাইনিজ তাইফু, শ্রীলঙ্কা ও পাকিস্তান।